শেষ হয়েও যেন হলো না শেষ! নির্বাচন শেষ হলেও রয়ে গেছে তার রেশ। এমনিতেই বিতর্কের শেষ নেই এবারের বিসিবি নির্বাচন নিয়ে। এর মাঝে এনএসসি ঘটিয়েছে বিস্ময়কর ঘটনা, মনোনয়ন দিয়েছে এক আওয়ামী লীগ নেতাকে!
যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। প্রত্যাহার করা হচ্ছে তার মনোনয়ন। তবে প্রশ্ন উঠেছে, এত বড় ভুল কী করে হলো? নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো ঘটনা!
সোমবার (৬ অক্টোবর) ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। যেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হন ২৩ জন প্রার্থী। বাকি দুই সদস্যকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত দু’জন পরিচালকের একজন ছিলেন ইসফাক আহসান। যিনি ছিলেন যুবলীগ নেতা, ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি!
তিনি চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে তার প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।
দলটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্যও ছিলেন। তার আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
ফলে গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দলের মনোনয়ন চাওয়া একজন বিসিবির পরিচালক পদে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিশেষ করে আওয়ামী লীগের পতনের অন্যতম নায়ক আসিফ মাহমুদ যে এনএসসির চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন নিয়ে বিস্মিত সবাই।
সমালোচনার জেরে টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। জানা গেছে তার মনোনয়ন বাতিল হচ্ছে। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে।’