তৃতীয় বাংলাদেশী হিসেবে আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর আরব আমিরাতের এই লিগে দল পেলেন বাঁহাতি এই পেসার।
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। তবে আসর শুরুর দুই সপ্তাহ আগে শনিবার তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নেয়ার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস।
অবশ্য এই আসর সামনে রেখে গত আগস্টেই মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেয়ার কথা জানিয়েছিল দুবাই। ইংল্যান্ডের পেসার লুক উডের বদলি হিসেবে তাকে দলে নেয় দুবাই।
তবে ক’দিন পরই বাঁহাতি পেসারের সাথে চুক্তি বাতিল করে তারা। বদলি হিসেবে ঘোষণা দিয়েছিল পাকিস্তানের হায়দার আলির নাম। তবে এবার আবার মোস্তাফিজকে দলে নেয়ার ঘোষণা দিল দুবাই।
অবশ্য দল পেলেও এই টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে মোস্তাফিজের খেলা নিয়ে আছে অনিশ্চয়তাও। আগামী ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল। আর আইএল টি-টোয়েন্টি শেষ হবে ৪ জানুয়ারি।
তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের ওপর নির্ভর করছে মোস্তাফিজের খেলা।
এর আগে আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নেয় এমআই এমিরেটস। ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে তাকে দলে ভেড়ায়। এছাড়া নিলাম থেকে ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে নেয় শারজাহ ওয়ারিয়র্স।



