সিরিজ হেরেও শামিম-জাকেরদের প্রতি আস্থা বিসিবির

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হবার পর মনে হচ্ছিলো, হয়তো শেষ দুই ম্যাচের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে বিসিবি। তবে তেমন কিছুই হয়নি। অপরিবর্তিত স্কোয়াড নিয়েই খেলবে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজ হেরেও শামিম-জাকেরদের প্রতি আস্থা বিসিবির
সিরিজ হেরেও শামিম-জাকেরদের প্রতি আস্থা বিসিবির |সংগৃহীত

টানা চারটি সিরিজ জিতে যেন রীতিমতো উড়ছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে সেই তাদের যেন মাটিতে নামিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের কাছে সিরিজ হেরেছে টাইগাররা।

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হবার পর মনে হচ্ছিলো, হয়তো শেষ দুই ম্যাচের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে বিসিবি। তবে তেমন কিছুই হয়নি। অপরিবর্তিত স্কোয়াড নিয়েই খেলবে বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার ধবলধোলাই এড়ানোর মিশনে একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচের জন্য গতকাল বুধবার রাতে স্কোয়াড দিয়েছে বিসিবি।

জাকের আলি, নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারীরা নিয়মিত ব্যর্থ হলেও তাদের রাখা হয়েছে দলে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল:-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।