আইরিশদের ইনিংসের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল আগের দিনেই, আজ অপেক্ষা ছিল তাদের দ্রুত গুটিয়ে দেয়ার। লরকান টাকার খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও সমস্যা হয়নি, মধ্যাহ্নভোজের পরই শেষ হয় তাদের ইনিংস।
৫ উইকেটে ৯৮ রান নিয়ে শুক্রবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। নতুন দিনে তারা যোগ করে ১৬৭ রান। ৮৮.৩ ওভারে গুটিয়ে গেছে ২৬৫ রানে। বাংলাদেশ লিড পেয়েছে ২১১ রানের।
আইরিশরা ফলো অনে পড়লেও তাদের ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
তৃতীয় দিনের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল আয়ারল্যান্ড, তবে বেশিদূর এগোয়নি তাদের প্রতিরোধ। কোনো উইকেট না হারিয়েই আরো ৭৭ রান যোগ করে ফেলে তারা। দেয় ঘুরে দাঁড়ানোর বার্তা।
স্টিফেন ডোহেনি ও লরকান টাকারের জুটি ভেঙে দেয়ার সুযোগ অবশ্য পেয়েছিল বাংলাদেশ, তবে ১২ রানে ক্যাচ ছেড়ে স্টিফেন ডোহেনিকে জীবন দেন মাহমুদুল হাসান। সেই ডোহেনিকে ৪৬ রানে আটকান তাইজুল ইসলাম।
৫৮.১ ওভারে ডোহেনিকে ফেরার দুই বল পরই তাইজুলের দ্বিতীয় শিকার হন অ্যান্ডি ম্যাকব্রিনে (০)। ১৭৫ রানে ৭ উইকেট হারায় আইরিশরা। তবে টাকার ধরে রাখেন হাল, সাথে পান জর্ডান নেইলকে।
দুজনের জুটিতে ফলোঅন এড়ানোর পথেই ছিল আইরিশরা। কিন্তু শেষ রক্ষা হয়নি, ২৪৯ রানে ভাঙে তাদের ৭৪ রানের জুটি, ইবাদত ফেরান ৪৯ রান করা নেইলকে। এরপর খালেদ গ্যাভিন হোয়েকে (৪)।
২৫৬ রানে ৯ উইকেট হারানো আয়ারল্যান্ড আর ৯ রান যোগ করেও গুটিয়ে যায়। ম্যাথু হামফ্রিসকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন লরকান টাকার। বাংলাদেশ লিড নেয় ২১১ রানের।
আইরিশদের গুটিয়ে দিতে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তাতেই গড়েছেন অনন্য কীর্তি। টেস্টে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন তিনি। দুজনের উইকেট সংখ্যা ২৪৬।



