নিলামে রেকর্ড গড়ে আইপিএলে মোস্তাফিজ

দুবাইয়ে আজ মঙ্গলবার মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে নিতে শুরুতেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |ফাইল ছবি

মোস্তাফিজুর রহমান দল পাবেন, সম্ভাবনা ছিল আগেই। তবে যেভাবে নিলাম থেকে তাকে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স, তা ছিল অপ্রত্যাশিতই। পূর্ণ সময় খেলতে পারবে না জেনেও ৯ কোটি ২০ লাখ রুপি দিচ্ছে ফ্রাঞ্চাইজিটি।

দুবাইয়ে আজ মঙ্গলবার মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে নিতে শুরুতেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

দর বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। যা বাংলাদেশী কোনো ক্রিকেটারের আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্য।

এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মোর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। রুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি। সেই রেকর্ড আজ ভেঙে দিলেন মোস্তাফিজ।

মোস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন এই পেসার।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন তিনি। এবার নবম মৌসুমে খেলত যাচ্ছেন তিনি।

মোস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল নিলামে নাম রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। তারা এখনো দল পাননি।