বহুল আকাঙ্ক্ষিত বিপিএলের ফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। মিরপুরে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে নাজমুল হোসেন শান্তর দল। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
বিপিএলের ফাইনাল ঘিরে আগ্রহ আগেই তৈরি হয়েছিল, বেলা গড়ানোর সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে আরো। ফাইনালের উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন দলের হীরকখচিত ট্রফি।
অভিনব কায়দায় মাঠে নিয়ে আসা ২৫ লাখ টাকা মূল্যের হীরকখচিত ট্রফিটি। একটি হেলিকপ্টারে করে মাঠে আনা হয় চ্যাম্পিয়ন দলের এ পুরস্কার। বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এবারই দেখা গেল প্রথমবার।
ফাইনালে সুযোগ হয়নি রিপন মণ্ডলের। বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা মোহাম্মদ রুবেল। তার জায়গায় খেলবেন হাসান মুরাদ। রাজশাহীর একাদশে পরিবর্তন এ একটাই। কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম।
চট্টগ্রাম রয়্যালস : মির্জা তাহির বেগ, নাইম শেখ, হাসান নাওয়াজ, শেখ মেহেদী, আসিফ আলী, আমির জামাল, মাহমুদুল হাসান জয়, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও জাহিদুজ্জামান সাগর।
রাজশাহী ওয়ারিয়র্স : সাহিবজাদা ফারহান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, জিমি নিশাম, মেহেরব হোসেন, তানজিম সাকিব, আ: গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।



