জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
রোববার (২৫ জানুয়ারি) জিও নিউজ জানিয়েছে, আজ খেলোয়াড়দের সাথে পিসিবি চেয়ারম্যানের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিশ্বকাপ সম্পর্কিত নানা বিষয়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ক্রিকেটারদের সাথে পরামর্শ করবেন মহসিন নাকভি।
নিয়মিত সূচি অনুযায়ী আজ বিশ্বকাপের দল ঘোষণা করলেও টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে কিনা, সে বিষয়ে এখনো দ্যোদুল্যমান অবস্থায় আছে পাকিস্তান।
এর আগে, পিসিবি চেয়ারম্যান জানিয়েছিলেন যে, আইসিসি বাংলাদেশের প্রতি অবিচার করেছে। এবং পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি নেবে না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
সূত্র : জিও নিউজ



