অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ১৫তম আসর সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। রোববার (২৫ জানুয়ারি) দেশে ফেরেন এই লেগ স্পিনার।
বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেন রিশাদ হোসেন। প্রথমবার খেলতে নেমে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন এই লেগ স্পিনার।
দল ফাইনালে উঠতে ব্যর্থ হলেও পুরো টুর্নামেন্টজুড়ে দলের হয়ে বড় অবদান রাখেন রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণে ক্রিকেট বিশেষজ্ঞ ও অস্ট্রেলিয়ান সমর্থকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
গত বছর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বল হাতে দারুণ ছন্দে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে ৮ ইনিংসে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।
সূত্র : বাসস



