মাহমুদউল্লাহকে বিসিবিতে চান ফারুক আহমেদ

মাঠের ক্রিকেটে মাহমুদউল্লাহ অধ্যায় শেষ হলেও তার তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সাথে যুক্ত হওয়ায় আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

আফ্ফান উসামা
মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ |সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টি আগেই ছেড়েছিলেন, সদ্য বিদায় বলেছেন ওয়ানডেকেও। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শেষ মাহমুদউল্লাহ রিয়াদের৷ শেষ হয়েছে তার দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ার।

মাঠের ক্রিকেটে মাহমুদউল্লাহ অধ্যায় শেষ হলেও তার তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সাথে যুক্ত হওয়ায় আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।

দেশের ক্রিকেটে চলছে পালাবদল। একে একে বিদায় বলছেন সিনিয়র ক্রিকেটাররা। শুরুটা হয়েছিল তামিম ইকবালের নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে, এরপর সাকিব আল হাসান পড়েন রাজনৈতিক মারপ্যাঁচে।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের শেষটা তামিম -সাকিবের মতো না হলেও বর্ণিল নয়। মাঠ থেকে বিদায় নিতে পারেননি তারাও। যদিও মুশফিক এখনো টেস্ট থেকে বিদায় নেননি, তবে ইতি ঘটে গেছে মাহমুদউল্লাহর ক্যারিয়ারের।

এমতাবস্থায় মাহমুদউল্লাহ ও মুশফিককে জমকালো বিদায়ী সংবর্ধনা দেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল (শনিবার) সাংবাদিকদের সাথে আলাপকালে এই ইচ্ছের কথা জানান তিনি।

মাহমুদউল্লাহ ও মুশফিকের বিদায়ী সংবর্ধনা নিয়ে পরিকল্পনা রয়েছে দাবি করে ফারুক আহমেদ বলেন, ‘তারা বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছে, ধন্যাবদ জানাই তাদের। আর চেষ্টা করব যাতে তাদের সম্মান জানাতে পারি।’

এই সময় সিনিয়রদের দেশের ক্রিকেটে আরও অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিন ফরম্যাটকে বিদায় জানানো মাহমুদউল্লাহকে সংগঠক হিসেবে দেখতে চান উল্লেখ করে তিনি বলেন-

‘আমি তাদের অভিনন্দন জানাই। আগামীতে তারা যাই করে, আমি আশা করব তারা যদি বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত থাকে, বিশেষ করে মাহমুদউল্লাহ তো তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। যদি এখনই যোগ দেয় এর চেয়ে খুশি আর হব।’