২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেনের ম্যাচগুলোর টিকিটের দাম ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। বিভিন্ন স্তরের দর্শকদের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিট।
বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর মাঝে ইডেন গার্ডেনে রয়েছে ইতালির বিপক্ষে লড়াই। এই ম্যাচের টিকিট প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এ বসে খেলা দেখার জন্য লাগবে ১ হাজার রুপি।
একই ম্যাচে লোয়ার ব্লক সি, এফ ও কে-এর টিকিটের দাম রাখা হয়েছে ২০০ রুপি। এ ছাড়া লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে- তে দর্শকরা ২০০ রুপিতে টিকিট পাবেন। তুলনামূলক সাশ্রয়ী দামে খেলা দেখার সুযোগ থাকছে আপার ব্লকে, যেখানে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি।
বাংলাদেশের জন্য সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের লড়াই। এই দুই ম্যাচে টিকিটের দাম কিছুটা বেশি রাখা হয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫ হাজার রুপি, লোয়ার ব্লক বি ও এল–এর জন্য দিতে হবে ১ হাজার ৫০০ রুপি।
এই ম্যাচগুলোতে লোয়ার ব্লক সি, এফ ও কে–এর টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার রুপি। লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে–এর টিকিট মিলবে ৫০০ রুপিতে। আপার ব্লকে বসে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ কিংবা বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য খরচ পড়বে ৩০০ রুপি।
এ ছাড়া ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ স্তরে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এ বসার জন্য লাগবে ৩ হাজার রুপি।
এ ছাড়া এফ ও কে ব্লকের জন্য ২ হাজার ৫০০ রুপি ও ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১ হাজার ৫০০ রুপি। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো দেড় মাস বাকি। ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বৈশ্বিক এই আসরের।



