হারিস রউফের পর রোনালদোও কি ভারতীয়দের মনে আঘাত দিলেন! (ভিডিও)

পিসিবি চেয়ারম্যান নাকভি শেয়ার করা ওই ভিডিওর কোনো ক্যাপশন দেননি। তারপরও এটা স্পষ্ট যে, তিনি এটি দ্বারা ভারতীয়দের হারিস রউফের ঘটনাকেই স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
রোনালদোর সেই দৃশ্য
রোনালদোর সেই দৃশ্য |সংগৃহীত

ভারতীয়দের কাটা ঘায়ের ওপর নুনের ছিটা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি নিজের এক্স একাউন্টে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ভিডিও শেয়ারের মাধ্যমে এই কাজটি করেন।

ওই ভিডিওতে দেখা যায়- ম্যাচ চলকালীন রোনালদো হাত দিয়ে বিমান উড্ডয়ন ও ভূপাতিত হওয়ার ইশারা করছেন। ঠিক ভারতের বিপক্ষে ম্যাচে যেভাবে অঙ্গভঙ্গি করেছিলেন হারিস রউফ, যা ভারতীয়দের মনে বেশ আঘাত করে।

তবে, পিসিবি চেয়ারম্যান নাকভি শেয়ার করা ওই ভিডিওর কোনো ক্যাপশন দেননি। তারপরও এটা স্পষ্ট যে, তিনি এটি দ্বারা ভারতীয়দের হারিস রউফের ঘটনাকেই স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।

-ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : ডেইলি জংগ