অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আরাধ্য শতক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। ঘোচালেন ১ রানের আক্ষেপ। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
ইতিহাস প্রথম দিনেই গড়তে পারতেন তিনি, ছিল সম্ভাবনাও। তবে প্রতিপক্ষ আয়ারল্যান্ড তা চায়নি। মুশফিকের সেঞ্চুরি আটকাতে সব ধরনের ফন্দিফিকিরই করেছে তারা। তাতে বাড়ে অপেক্ষা।
ফলে বুধবার ঢাকা টেস্টের প্রথমদিন শেষে মুশফিক অপরাজিত থাকেন ১৮৭ বলে ৯৯ রানে। অতিরিক্ত ১ ওভার চেয়েও পায়নি বাংলাদেশ। তবে বৃহস্পতিবার সকাল সকাল শেষ হলো সেই আক্ষেপ।
ম্যাথু হামফ্রিসের প্রথম ওভার দেখেশুনে খেলার পর জর্ডান নেইলের ওভারে সিংগেল নিয়ে পূর্ণ করে সেঞ্চুরি। যা তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি ও মুমিনুল হকের সাথে বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ শতক।
ইতিহাস গড়ার মুহূর্তে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। সতীর্থরাও বেরিয়ে আসেন ড্রেসিংরুম থেকে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটকে দারুণ কিছুই উপহার দিয়েছেন মুশফিক।
এদিকে মুশফিকের পর একই ওভারে ফিফটি তুলে নেন গতকাল ৪৭ রানে দিন শেষ করা লিটন দাস। মুশফিকের সাথে তার জুটি পৌঁছে গেছে শতকের দ্বারে (৯৮*)। আর বাংলাদেশ দলের সংগ্রহ ৯৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রান।



