বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কড়া নাড়ছে দরজায়। আগামী ২৬ ডিসেম্বর সিলেটের মাটিতে শুরু হবে এবারের আসর। ছয় দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সবাই। যেখানে একটু ব্যতিক্রম রংপুর।
রংপুর রাইডার্সকে বরাবরই বিপিএলের বড় দল বলা হয়। প্রতি আসরেই শিরোপা জেতার মতো দল গড়ে তারা। এবারো তার ব্যতিক্রম নয়। বরং বলা যায় কাগজে কলমে এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল রংপুর।
আসরের অংশ নেয়া ছয় দলের মাঝে কেবল তাদেরই একাধিক আসরে অংশ নেয়ার কীর্তি আছে। এবং একমাত্র শিরোপার স্বাদ পাওয়া দলও রংপুর। যদিও শেষ শিরোপা জিতেছে ৮ বছর আগে, ২০১৭ সালে।
শিরোপা পুনরুদ্ধার করতে এবার চেষ্টার কোনো কমতি রাখছে না দলটা। নিলামের আগেই তাই ডিরেক্ট সাইনিংয়ে নুরুল হাসান সোহান ও হেভিওয়েট মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল রংপুর।
নিলামেও বেশ কৌশলীভাবে দল সাজায় তারা। টপ-অর্ডার ব্যাটার ও ফিনিশারদের দিকে বাড়তি মনোযোগ দেয় দলটি। যেখানে লিটন কুমার দাসের অন্তর্ভুক্তি বাড়তি পাওয়া দলটার, আছেন তাওহীদ হৃদয়ও।
এছাড়া দলটির আস্থার নাম অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দেশীয় এই ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছে রংপুর। রংপুর রাইডার্স অ্যারেনায় মিকি আর্থারের অধীনে সারছে প্রস্তুতি।
এদিকে বিদেশী ক্রিকেটারের সাথে চুক্তিতেও বেশ মুন্সিয়ানা দেখিয়েছে রংপুর। কাজে লাগিয়েছে তাদের অভিজ্ঞতা। নিলামের আগেই খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আর নিলাম থেকে তারা দলে টেনেছে এমিলিও গে ও মোহাম্মদ আখলাককে। তবে বড় চমক দেখায় এরপর। সরাসরি চুক্তিতে তারা উড়িয়ে আনছে ডেভিড মালান, কাইল মায়ার্স, খুশদিল শাহদের।
আসবেন ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ ও ফাহিম আশরাফের মতো অভিজ্ঞ তারকারাও। ফলে বলাই যায়, শিরোপা পুনরুদ্ধার করতে দাঁতে দাঁত চেপেই নেমেছে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)।
নিলাম থেকে : লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান সোহাগ, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে (ইতালি), মোহাম্মদ আখলাক (পাকিস্তান)।
নিলামের পর : খুশদিল শাহ (পাকিস্তান), ফাহিম আশরাফ (পাকিস্তান), ইফতিখার আহমেদ (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ) ও আকিফ জাভেদ (পাকিস্তান)।


