অ্যালিক আথানেজ নিয়মিত কোনো বোলার নয়, আজকের আগে ওয়ানডেতে বল হাতে নেন মাত্র দুইবার। ছিল না কোনো উইকেটও। তবে এই অপেশাদার বোলারকে খেলতে গিয়েই নড়বড়ে বাংলাদেশের ইনিংস।
সাদা বলে যেই আথানেজের কোনো উইকেট ছিল না, তাকে প্রথম উইকেটের স্বাদ দেন নাজমুল হোসেন শান্ত। দিকভ্রান্ত হয়ে ক্যাচ দিয়ে ফেরেন ২১ বলে ১৫ রান করে। চারে নামা মাহিদুল ইসলামও শিকার তার।
মাহিদুলও ফেরেন থিতু হয়েই, ৩৫ বলে ১৭ রান করে মার্কাস রাদারফোর্ডকে ক্যাচ দেন তিনি। ২৮ ওভারে ৯৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে তখনো ভরসা হয়ে টিকে ছিলেন সৌম্য সরকার।
তবে দলকে তিন অঙ্কে পৌঁছে দিয়ে ফেরেন তিনিও। ৩০.৩ ওভারে আকিল হোসেইনের শিকার হয়ে ফেরেন ৮৯ বলে ৪৫ করে। ১০৩ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকেরা। এই মুহূর্তে সংগ্রহ ৩৬ ওভারে ১১৫/৫।
মাঠে অধিনায়ক মেহেদী মিরাজ (৬) ও নাসুম আহমেদ (৪) লড়াই করছেন।
এদিকে মিরপুরে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারছেন না সাইফ হাসান। ওপেন করতে নেমে টানা ১৪ বল ডট খেলার পর ১৫তম বলে ছক্কা হাঁকিয়ে খোলেন রানের খাতা। তবে পরের বলেই শেষ হয় তার ইনিংস। আগের ম্যাচে করেছিলেন ৩ রান।
তিনে নেমে এসেছিলেন তাওহীদ হৃদয়। রানের দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয় ৯ বল। এরপর জোড়া বাউন্ডারি হাঁকালেও ইনিংস বড় করতে পারেননি। আগের ম্যাচে ফিফটি করা এই ব্যাটার আউট হন ১৯ বলে ১১ করে।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন সৌম্য। তবে আথানেজ ভেঙে দেন সেই প্রতিরোধ। পুরো ১০ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।



