ভারতের রান পাহাড় টপকে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

৩৫৯ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে তাড়া করে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-১ সমতা আনে; মার্করামের ১১০ ও ব্রিটজেকে-ব্রেভিসের ঝড়ো ইনিংসে প্রোটিয়ারা ভারতের কোহলি-গায়কোয়াড়ের সেঞ্চুরিকে ছাড়িয়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের রান পাহাড় টপকে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ভারতের রান পাহাড় টপকে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা |নয়া দিগন্ত

সিরিজ বাঁচাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। সেই কাজটা বেশ ভালোভাবেই করেছে প্রোটিয়ারা। ৩৫৯ রানের লক্ষ্যে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে জিতেছে তারা।

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার এটি তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে টেম্বা বাভুমার দল। সিরিজের শেষ ম্যাচটা রূপ নিয়েছে তাই অলিখিত ফাইনালে।

প্রথম ম্যাচে সাড়ে তিন শ’ রানের লক্ষ্য তাড়ায় ১৭ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডেতে আরো ৯ রান বেশি করে স্বাগতিকেরা। তবে এবার আর ভুল করেনি প্রোটিয়ারা, সাচ্ছন্দ্যেই পেরিয়েছে লক্ষ্য।

আগের ম্যাচে ১৩৫ রান করা বিরাট কোহলি এবার করেন ১০২ রান। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় করেন ১০৫ রান। এই দুই সেঞ্চুরির বিপরীতে দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেন এইডেন মার্করাম (১১০)।

অবশ্য জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ২৬ রানে কুইন্টন ডি কককে হারায় তারা। দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়েন এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। ৪৮ বলে ৪৬ রান করে আউট হন বাভুমা।

এরপর ম্যাথুউ ব্রিটজেকে সাথে নিয়ে ৮৭ বলে সেঞ্চুরি তুলে নেন মার্করাম। সেঞ্চুরির পর ইনিংস বেশি বড় করতে পারেননি এই ওপেনার। ৯৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১০ রান করে শিকার হন হার্শিত রানার।

ডেওয়াল্ড ব্রেভিসকে সাথে নিয়ে প্রোটিয়াদের জয়ের পথে রাখেন ব্রিটজেকে। ৪৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। অপরপ্রান্তে ব্রেভিসও দ্রুত রান তুলতে থাকেন। ৩৩ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।

তবে এরপরের বলেই ৫৪ রান করে ফিরে যান ব্রেভিস। এরপর সহজ ম্যাচকে কঠিন হয়ে উঠে। ব্রিটজকে ৬৪ বলে ৬৮ করে আউট হলে ৩১৯ রানে পঞ্চম উইকেটের পতন হয়। এরপর দ্রত আউট হন মার্কো জানসেন (২)।

৪৫তম ওভার শেষে চোট পেয়ে ১১ বলে ১৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন টনি ডি জর্জি। তবে বিপদ বাড়তে দেননি করবিন বশ ও কেশাব মহারাজ। ২৬ বলে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত করেন জয়।

বশ ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। মহারাজ ১৪ বলে ১০ রানে অপরপ্রান্তে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। আর্শদ্বীপ সিং ও প্রাসিধ কৃষ্ণ নেন ২টি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ১৪ ও যশস্বী জয়সোওয়াল ২২ ফিরলে শুরুতে ধাক্কা খায় ভারত। তবে এরপর কোহলির ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি ও রুতুরাজ গায়কোয়াড়ের প্রথম সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় তারা।

৯০ বলে সেঞ্চুরি করা কোহলি সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি আজ ৮৪তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার সামনে শুধু আছেন শচীন টেন্ডুলকার (১০০)। ৯৩ বলে ১০২ ও গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রানে আউট হন তিনি।

এরপর ৪৩ বলে ৬৬ ও রাচিন রবীন্দ্র অপরাজিত থাকেন ২৪ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জানসেন নেন ২ উইকেট।