বোলারদের ব্যর্থতার মাঝে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন সাইফ হাসান। একাই ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর থিতু হয়ে যাওয়া ইবরাহিম জাদরান ফিরেছেন রান আউট হয়ে।
উদ্বোধনী জুটিতে ৯৯ রান তোলার পর দ্বিতীয় উইকেট জুটিতে সেদিকুল্লাহ আতালকে নিয়ে ৯৩ বলে আরো ৭৪ রান যোগ করেন ইবরাহিম জাদরান। ৩১.৩ ওভারে আতালকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাইফ।
পার্ট টাইম এই স্পিনারকে ফিরতি ক্যাচ দিয়ে আতাল ফেরেন ৪৭ বলে ২৯ রান করে। সেই ওভারে কোনো রান দেননি সাইফ। পরের ওভারে এসে হাশমতুল্লাহ শাহিদিকেও (২) ফেরান তিনি।
৩৬.৫ ওভারে দলীয় ১৮৬ রানে ইবরাহিমকে হারায় আফগানরা। রান আউট হয়ে তার ইনিংস শেষ হয় ১১১ বলে ৯৫ রানে। আগের ম্যাচেও ১৪০ বলে সমান ৯৫ রান নিয়ে আউট হয়েছিলেন তিনি।
ইকরাম আলিখিলকে পরের ওভারে ফাঁদে ফেলেন সাইফ। ১৩ বলে মাত্র ২ রান করেন তিনি। ৩৭.৪ ওভারে ১৮৮ রানে ৫ উইকেট হারায় আফগানরা। ৬ষ্ঠ উইকেটের পতন হয় ৪১.৩ ওভারে।
তানভির ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন আজমতুল্লাহ ওমরজাই। ২১ বলে ২০ রান করে বোল্ড হন তিনি। আফগানিস্তানের এই মুহূর্তে সংগ্রহ ৪৩ ওভারে ৬ উইকেটে ২২০ রান।
এর আগে আবুধাবিতে মঙ্গলবার প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৬ ওভারের শেষ পর্যন্ত। তিন অঙ্কের দোরগোড়ায় গিয়ে প্রথমবার উপলক্ষ পায় টাইগাররা।
দলকে ৯৯ রানে রেখে ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৪২ রান করা গুরবাজকে ফেরান তানভীর ইসলাম।