আইএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে জোড়া উইকেটের পর, দ্বিতীয় ম্যাচেও জোড়া শিকার করেছেন তিনি। তবে আগের ম্যাচ হারলেও এবার জয় নিয়েই মাঠ ছেড়েছে তার দল।
রোববার (৭ ডিসেম্বর) ঘরের মাঠে আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হয় দুবাই ক্যাপিটালস। যেখানে ওয়াকার সালামখেইল-মোস্তাফিজদের বোলিং তাণ্ডবে ৮৩ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা।
অবশ্য জয়ের ভিত গড়ে দেন ব্যাটার্সরাই। টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে দুবাই। রভম্যান পাওয়েল ৫২ বলে ৯৬ রান করে ছিলেন অপরাজিত। ৩৬ বলে ৫২ রান করেন জর্ডান কক্স।
জবাব দিতে নেমে প্রথম ওভারে অ্যালেক্স হেলস ও আলিশান শরাফুকে হারায় আবুধাবি। দলীয় ১০ রানের মাথায় উন্মুক্ত চাঁদও মোস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলে তারা।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আবুধাবি। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে আবুধাবি গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে, এতে ৮৩ রানের বিশাল জয় পায় দুবাই। মাঝে ফিল সল্টেকেও (২৭) ফেরান মোস্তাফিজ।
লিয়াম লিভিংস্টোন (১৬), শেরফানে রাদারফোর্ড (১৯) ও আন্দ্রে রাসেল (১২) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ওয়াকার সালামখেইল একাই শিকার করেন চারটি উইকেট।



