শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারানোর পর পরই ভক্তদের জন্য দুঃসংবাদ বয়ে আনলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। সিরিজের শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে জরিমানা করেছে ইন্টানন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ডেইলি জংগ জানিয়েছে, ম্যাচের ২১তম ওভারে আউট হবার পর বাবর আজম ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এ কারণে তাকে জরিমানা করা হয়েছে।
আইসিসির সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, বাবর আজমের আচরণবিধি লঙ্ঘনের স্তর ছিল লেভেল ওয়ান। এ জন্য তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ইন্টানন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
শুধু তাই নয়; এই অপরাধের কারণে বাবরের নামের পাশে একটি ডিমোরিট পয়েন্টও যুক্ত হয়েছে। বাবর আজম অপরাধ মেনে নেয়ায় আলাদাভাবে শুনানির প্রয়োজন হয়নি।
সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ



