৮ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড, জয়ের খুব কাছে বাংলাদেশ

মিরপুর টেস্টে আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রানে মধ্যাহ্ন বিরতিতে; জয়ের খুব কাছে বাংলাদেশ, ৫০৮ রানের লক্ষ্য তাড়া করতে ২৪৬ রানের বেশি প্রয়োজন আইরিশদের।

নয়া দিগন্ত অনলাইন
জয়ের জন্য বাংলাদেশের চাই আর মাত্র ২টি উইকেট
জয়ের জন্য বাংলাদেশের চাই আর মাত্র ২টি উইকেট |সংগৃহীত

মিরপুর টেস্টে জয়ের জন্য অপেক্ষা বাড়ছে বাংলাদেশের। অপেক্ষা বাড়াচ্ছেন কার্টিস ক্যাম্ফার। তার ধৈর্যশীল ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতির আগে আসেনি ফল, ৮ উইকেটে ২৬৩ রান নিয়ে বিরতিতে গেছে আয়ারল্যান্ড।

আরো ২৪৬ রান প্রয়োজন আইরিশদের। বিপরীতে বাংলাদেশের চাই আর মাত্র ২টি উইকেট।

৫০৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান তুলে শনিবার চতুর্থ দিনের খেলা শেষ করে আইরিশরা। কার্টিস ক্যাম্ফার ৩৪ ও এন্ডি ম্যাকব্রিনে ১১ রান নিয়ে অপরাজিত থাকেন।

আজ রোববার পঞ্চম দিনে ব্যাট করতে নেমে ম্যাকব্রিনে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি, ১৮৯ রানের মাথায় ২১ রান করে তাইজুল ইসলামের শিকার হন তিনি। তবে জর্ডান নেইলকে নিয়ে আরো ৪৮ রান যোগ করেন ক্যাম্ফার।

এর মাঝেই ক্যাম্ফার ফিফটি তুলে নেন। অন্যদিকে ৩০ রান করা নেইলকে ফেরান মেহেদী মিরাজ। ২৩৭ রানে ৮ উইকেট হারায় আইরিশরা। এরপর গ্যাভিন হোয়েকে নিয়ে ইনিংস টানছেন ক্যাম্ফার।

ক্যাম্ফার ২০৩ বলে ৬৩ ও গ্যাভিন হোয়ে অপরাজিত আছেন ১৮ রানে।

এর আগে মিরপুর টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৭৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। বিপরীতে ২৬৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। ৪ উইকেট নেন তাইজুল।

২১১ রানের লিড পেলেও আইরিশদের ফলোঅন করায়নি টাইগাররা। নিজেরাই ব্যাটিংয়ে নামে। এবার ৪ উইকেটে করে ২৯৭ রান। লিডসহ বাংলাদেশের পুঁজি দাড়ায় ৫০৮ রানে।