তিন দিনেই শেষ হওয়ার পথে কলকাতা টেস্ট

প্রথম দিনে ১১ উইকেট পতনের পর আজ দ্বিতীয় দিনে আউট হয়েছেন ১৬ ব্যাটার। তাতেই দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে ম্যাচ।

নয়া দিগন্ত অনলাইন
কলকাতা টেস্ট
কলকাতা টেস্ট |সংগৃহীত

তিন দিনেই শেষ হওয়ার পথে কলকাতা টেস্ট। ইডেন গার্ডেনে ছড়ি ঘোরাচ্ছেন বোলাররা। প্রথম দিনে ১১ উইকেট পতনের পর আজ দ্বিতীয় দিনে আউট হয়েছেন ১৬ ব্যাটার। তাতেই দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে ম্যাচ।

দু’ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়া। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি স্বাগতিকেরা, ১৮৯ রানে শেষ হয় তাদের ইনিংস।

৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও খেই হারায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ৯৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। স্বাগতিকদের থেকে ৬৩ রানে এগিয়ে রোববার ব্যাটিংয়ে নামবে সফরকারী দল।

শনিবার (১৫ নভেম্বর) ১ উইকেটে ৩৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। গত দিনের দু’ অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর দেখেশুনেই খেলতে থাকেন। তবে জুটি বেশিদূর নিতে পারেননি এই দু’জন।

হার্মারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ২৯ রান করে ফেরেন সুন্দর। এরপর ঘাড়ে চোট পেয়ে রিটার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৩ বলে ৪ রান করে করেন। ভারতের রান যখন ১০৯, তখন ৩৯ রান করে আউট হন রাহুল।

মধ্যাহ্নভোজে ফেরেন রিশভ পান্তও, ২৪ বলে ২৭ রান করে আউট হন তিনি। ৪ উইকেটে ভারতের স্কোর ১৩৮ রান করে বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ফিরেই ১৪ রান করে হার্মারের বলে আউট হন ধ্রুব জুড়েল।

তবে আর কোনো উইকেট না হারিয়েই দক্ষিণ আফ্রিকার রান টপকে লিড নেয় ভারত। কিন্তু এরপর যেন খেই হারায় তারা। ১৭১ ও ১৭২ রানে পরপর দুই উইকেট হারায় ভারত। ২৭ রান করে রবিন্দ্র জাদেজা ও ১ রান করে ফেরেন কুলদীপ যাদব।

এরপর দ্রুত বাকি উইকেটগুলো হারিয়ে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হ্যামার ৪ টি ও মার্কো ইয়ানসেন নেন তিনটি উইকেট।

ভারতকে বেশিদূর যেতে না দিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকাও। দলীয় ১৮ রানে ফিরে যান রায়ান রিকেলটন। আরেক ওপেনার এইডেন মার্করাম ফেরেন মাত্র ৪ রান করে।

এরপর উইয়ান মুল্ডার ও টনি জর্জিকে পরপর তুলে নেন জাদেজা। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা। যদিও একদিকে দলের হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা। তবে অপরপ্রান্তে দ্রুত উইকেট পড়তে থাকে।

ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেন, মার্কো ইয়ানসেন ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৯১ রানেই ৭ উইকেট হারায় প্রোটিয়ারা। দিনশেষে বাভুমা ২৯ ও করবিন বশ অপরাজিত আছেন ১ রানে।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন জাদেজা, কুলদীপ যাদব নেন দু’টি ও অক্ষর প্যাটেল নেন ১ উইকেট। বাকি তিন উইকেট নিয়ে প্রোটিয়ারা এখন কত রানের লক্ষ্য দেয় তাই এখন দেখার বিষয়।