শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। বড় সংগ্রহের ভিতও পেয়ে গিয়েছিল তারা। ১ উইকেটে তুলে ফেলে ৭২ রান। তবে এরপরই ধস নামে তাদের ইনিংসে, যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কান মেয়েরা।
নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে সোমবার মুম্বাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২০২ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। বাংলাদেশের লক্ষ্য ২০৩।
ফিল্ডিং করতে নেনে ১ম বলেই ভিস্মি গুনারত্নেকে বোকা বানান মারুফা আক্তার। কোনো রান যোগ হবার আগেই ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ১২.৩ ওভারে ৭২ রান যোগ করেন চামারি আতাপাত্তু ও হাসিনি পেরারা।
চামারি ৪৩ বলে ৪৬ করে আউট হলে ভাঙে জুটি। এরপর দ্রুত আরো কয়েক উইকেটের পতন হয়। ১০০ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা। সেখান থেকে হাসিনিকে সঙ্গ দিয়ে ৩১.৪ ওভারে ১৭৪ রানে পৌঁছে দেন নিলাক্ষি ডি সিলভা।
দুজনের এই জুটি ভাঙে নিলাক্ষি ৩৮ বলে ৩৫ রানে আউট হলে। এরপর আর কেউ পারেননি হাসিনিকে সঙ্গ দিতে। ৪ উইকেটে ১৭৪ থেকে ২০২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পরের ২৮ রান তুলতেই হারায় ৬ উইকেট।
বল হাতে স্বর্ণা আক্তার ২৭ রানে ৩ ও রাবেয়া খান ৩৯ রানে নেন ২ উইকেট। সেমিফাইনালে টিকে থাকতে হলে ২০৩ রান করতে হবে বাংলাদেশকে।
 


