এবার ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিলেন মোহাম্মদ মিঠুন। নিজেদের সম্মান ধরে রাখতে বিসিবি’কে কঠিন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন কোয়াব সভাপতি। প্রশ্ন তুললেন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও।
আইপিএলে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এমতাবস্থায় শুধু ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কই নেতিবাচক হয়ে ওঠেনি, পুরো বাংলাদেশ দলই এখন নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগতে পারে। কেননা আগামী মাসেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা টাইগারদের।
বিষয়টা বিয়ে উদ্বিগ্ন কোয়াব সভাপতি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি কোনোভাবেই খেলাধুলার মধ্যে রাজনীতি পছন্দ করি না। স্পোর্টস আর পলিটিক্স দুটো ভিন্ন জিনিস।’
তিনি আরো বলেন, ‘এটা তো সম্পর্কের চরম অবনতি ঘটানোর মতোই একটি পদক্ষেপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মোস্তাফিজকে ভারতের মাটিতে গিয়ে আইপিএল খেলতে নিষেধ করেনি।’
মিঠুন উল্টো প্রশ্ন তুলে বলেন,‘কয়েকটি উগ্র ধর্মীয় সংগঠনের অতিউৎসাহী মন্তব্যের জেরে বিসিসিআই ও কেকেআর যে সিদ্ধান্ত নিলো, তারপরও কি বাংলাদেশের ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত?’
এরপর কঠোর কণ্ঠে মিঠুন বলেন, ‘ভারত যদি আমাদের শত্রুর আসনে বসিয়ে তারপর চায় আমরা তাদের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলব; তা হওয়ার নয়। আমাদেরও অধিকার আছে আমাদের ক্রিকেটারদের স্বার্থ, নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখার।’
এবারের বিপিএলে মোস্তাফিজকে সোয়া নয় কোটি রুপিতে কিনেছিল কেকেআর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ মূল্য কোনো ক্রিকেটারের। তবে রেকর্ড মূল্য পেয়েও মোস্তাফিজ আইপিএল খেলতে না পারায় ক্ষুব্ধ মিঠুন বলেন-
‘ভেবে অবাক হচ্ছি, ধর্মকে টেনে এনে পুরো পরিবেশটাই নষ্ট করে ফেলা হলো। আমার মনে হয়, মোস্তাফিজের জন্য এবারের আইপিএল ছিল খুব বড় ও বিশাল একটি প্ল্যাটফর্ম।’
‘সবার চোখ থাকতো তার দিকে। নিজের ক্যারিয়ারে বড় ধরনের সঞ্চারের একটি সুবর্ণ সুযোগ ছিল তার সামনে। যা আমাদের ক্রিকেটারদের জন্যও অনেক বড় পাওয়ার প্রেরণা হতে পারতো।’ যোগ করেন মিঠুন।



