শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্বের খেলা। এবার প্লে-অফ পর্বে পয়েন্ট টেবিলের সেরা চার দলের মাঠে নামার পালা। শুরু হচ্ছে শিরোপার আসল লড়াই।
প্লে-অফের চারদল অবশ্য নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল কেবল স্থান নির্ধারণী লড়াই। রোববার চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ দিয়ে শেষ হয়েছে সেই আনুষ্ঠানিকতাও।
এবার ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দু’দল।
চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রংপুর রাইডার্স। এলিমিনেটরে দলটির প্রতিপক্ষ ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা সিলেট টাইটান্স।
আর ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস ও ৪ পয়েন্ট নিয়ে নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্ব থেকেই বাদ পড়েছে।
আজ সোমবার কোনো ম্যাচ নেই বিপিএলে। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে গড়াবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একই ভেন্যুতে বুধবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার।



