জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও তুলে নিয়েছে দাপুটে জয়। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল জুনিয়র টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর শনিবার (১৯ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে ১০৪ রানে।
বেনোনিতে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৬৫ রান করে যুবা টাইগাররা। জবাবে লড়াই করতে পারেনি প্রোটিয়া যুবারা। ৩০.২ ওভারে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় তারা।
আজো বাংলাদেশ দলের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন তিনজন। তবে কেউ সেঞ্চুরি পূরণ করতে পারেননি। যার শুরুটা জাওয়াদ আবরারকে দিয়ে।
টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন জাওয়াদ। তবে ইনিংস বড় হয়নি, ৫৩ বলে ৫৭ রান করেন ১ চার ও ৬ ছক্কায়। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ধরেন হাল।
রিজান হাসানকে সাথে নিয়ে গড়েন ১০০ রানের জুটি। তামিম আউট হোন ৯০ বলে ৬৭ রান করে। রিজানও টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন। ৭১ বলে করেন ৫২ রান।
এছাড়া রাতুল ২৫, রিফাত বেগ ১৮, ফয়সাল ১৪ ও ফাহাদ ১৫ রানে অপরাজিত থাকেন। দু’টি করে উইকেট নেন কর্ন বোথা ও পল জেমস।
রান তাড়া করতে নেমে মাত্র ১৪ রানেই দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট হারিয়ে ফেলে। চারে নামা জেসন রাউলস কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ভিহান প্রিটোরিয়াস (১২) আউট হন।
তবে এরপর কামো ফিরিকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন রাউলস। তিনি আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রান করে। রাউলস ও ভিহান দু’জনই হন তামিমের শিকার।
এরপর কোরনে বোথা ২৬, এনাথি খিটশিনি ১৭ ও বেসন ১১ রান করেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের হয়ে ফাহাদ, আজিজুল ও স্বাধীন নেন দু’টি করে উইকেট।
একটি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার ও সামিউন বশির।