এবার ভারতকে আটকে দিলো দক্ষিণ আফ্রিকা, সিরিজে সমতা

দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২১৩ রান করে ভারতের বিপক্ষে ৫১ রানে জিতে সিরিজ ১-১ সমতায় এনেছে; ডি কক ৯০ ও বার্টমান ৪ উইকেট নিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের বিপক্ষে কুইন্টন ডি ককের ঝড়ো ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার জয়
ভারতের বিপক্ষে কুইন্টন ডি ককের ঝড়ো ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার জয় |নয়া দিগন্ত

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। সঙ্গী হয় নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা। তবে ঘুরে দাঁড়াতে সময় নিল না প্রোটিয়ারা, দ্বিতীয় ম্যাচেই ফিরল লড়াইয়ে।

চণ্ডিগড়ে বৃহস্পতিবার স্বাগতিকদের ৫১ রানে হারিয়েছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৩ রান করে তারা। জবাবে ১৯.১ ওভারে ১৬২ রানে থামে ভারতের ইনিংস। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।

দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই শ’ পার করাতে ভূমিকা রাখেন কুইন্টন ডি কক। ১৬তম ওভারের প্রথম বলে ফেরার আগে এই ওপেনার ৪৬ বলে করে যান ৯০ রান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছয়।

এইডেন মার্করামের সাথে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৬ বলে ৮৩ রান। ২৬ বলে ২৯ রান করে আউট হন মার্করাম। এছাড়া শেষ দিকে ডোনোভান ফেরেরা ১৬ বলে ৩০ ও ডেভিড মিলার ১২ বলে ২০* রান করেন।

রান তাড়ায় শুরুতেই ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। ডাক মেরে ফেরেন শুভমান গিল। দ্বিতীয় ওভারে ফেরে অভিষেক শর্মাও (১৭)। আর চতুর্থ ওভারে শেষ আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদব (৫)।

এরপর তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল মিলে গড়েন ৩৫ রানের জুটি। তবে অক্ষর ২১ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। হার্দিক পান্ডিয়াও ভালো করতে পারেননি, ২৩ বলে ২০ রান করে আউট হন তিনি।

এরপর ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিলক, জিতেশ শর্মাকে নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন তিনি। তবে ১৭ বলে ২৭ রানেই ফেরেন জিতেশ। আর এরপরই নামে নাটকীয় ধস।

৫ রানের মাঝেই শেষ পাঁচ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই ভারত অলআউট হয়। তিলক ৩৪ বলে ৬২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। দক্ষিণ আফ্রিকাট হয়ে ওটনেল বার্টমান নেন ৪ উইকেট।