দেশের জনসংখ্যার বড় একটা অংশ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদরাসা শিক্ষার সাথে সম্পর্কিত। তবে এই অংশটা বরাবরই নানা ক্ষেত্রে আড়ালে রয়ে যায়। তবে এবার তাদের নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড।
ক্রিকেট এই দেশের মানুষের আবেগে গেঁথে গেছে। এদেশের মানুষ ক্রিকেটে খায়, ক্রিকেটে ঘুমায়। ব্যতিক্রম নয় মাদরাসা শিক্ষার্থীরাও। বিকেল হলে বা ছুটির দিনে শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে ছুটে যায় মাঠে।
শিক্ষকদের চোখ রাঙানি উপেক্ষা করে তাদের এই ক্রিকেট প্রেমের স্বীকৃতি মিলছে সহসাই। তাদের নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। সভাপতি নির্বাচিত হবার পরেই এই বার্তা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।’
সেই প্রক্রিয়া কিভাবে হবে, তার ধারণাও দিয়েছেন। বুলবুল বলেন, ‘এখনো বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে হবে।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘এটা ১০ ওভারের খেলা হবে। আর এই খেলার সময়টা হবে আমাদের ছেলেবেলার মতো, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত।’