বিজয় দিবসে বিশেষ ম্যাচ আয়োজন করছে কোয়াব

জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে খেলবে একটি ম্যাচ। অপরাজেয় ও অদম্য এই দুই নামে খেলবে দু’টি দল। জানা গেছে, এই ম্যাচটির জন্য টি-টোয়েন্টি স্ট্যাটাস প্রাপ্তির চেষ্টা চলছে।

নয়া দিগন্ত অনলাইন
বিশেষ ম্যাচ আয়োজন করছে কোয়াব
বিশেষ ম্যাচ আয়োজন করছে কোয়াব |নয়া দিগন্ত

এবারের কোয়াবের নির্বাচন নিয়ে আলোচনা ছিল বেশ, আলোচনায় আছে তাদের কর্মকাণ্ডও। যেন স্বরূপে ফিরেছে সংস্থাটি। এবার বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করছে তারা।

মুক্তিযোদ্ধাদের স্মরণে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামী ১৬ ডিসেম্বর গড়াবে ম্যাচটি।

জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে খেলবে একটি ম্যাচ। অপরাজেয় ও অদম্য এই দুই নামে খেলবে দু’টি দল। জানা গেছে, এই ম্যাচটির জন্য টি-টোয়েন্টি স্ট্যাটাস প্রাপ্তির চেষ্টা চলছে।

এদিকে ঠিক হয়েছে দুই দলের অধিনায়ক ও কোচ। অপরাজেয় দলের নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অদম্য দলের নেতৃত্ব দেবেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

অদম্য দলের কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম। আর ম্যানেজারের দায়িত্বে থাকবেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক। মেন্টরের ভূমিকায় থাকবেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে অপরাজেয় দলের কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল। ম্যানেজারের দায়িত্বে থাকছেন বিএটিবি’র সাবেক পরিচালক শেহজাদ মুনিম। আর মেন্টরের দায়িত্বে থাকছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

অপরাজেয় দল :

পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব, নাসুম আহমেদ, নাহিদ রানা ও গফফার সাকলাইন ।

অদম্য দল :

মেহেদী মিরাজ, হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।