ওয়ানডেতে আরো একটি সেঞ্চুরির দুয়ারেই ছিলেন বিরাট কোহলি। কিন্তু অল্পের জন্য তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন না তিনি। তবে তার ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত।
ভাদোদারায় রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে ভারত। তাতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ম্যান ইন ব্লুরা।
টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩০০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা। জবাবে ১ ওভার ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানে ফেরেন ওপেনার রোহিত শর্মা (২৬)। সাবেক এই অধিনায়ক আউট হওয়ার পর ব্যাট করতে নামেন রিবাট কোহলি। শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন তিনি।
এরপর শুভমান গিলকে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন কোহলি। ৭১ বলে ৫৬ রান নিয়ে আউট হন গিল। তার বিদায়ের পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে আরো ৭৭ রান যোগ করেন কোহলি।
এদিকে ফিফটির পর সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু সেঞ্চুরির ঠিক দোরগোড়ায় গিয়ে হোঁচট খান। ৯১ বলে ৮টি চার আর ১ ছক্কায় ৯৩ রান করে ফেরেন তিনি। সেঞ্চুরি না পেলেও অবশ্য দু’টি রেকর্ড গড়েছেন কোহলি।
২৫ রান করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আর ৯৩ রান করতেই শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে কিউইদের বিপক্ষে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান কোহলি।
এরপর ১ রানের জন্য ফিফটি মিস হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন আইয়ার (৪৯)। এরপর লোকেশ রাহুল ও হারশিত রানা দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন। হারশিত ২৩ বলে ২৯ রানে ফিরে গেলেও ২১ বলে ২৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন রাহুল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ১১৭ রান যোগ করে। দারুণ ব্যাটিংয়ে কিউই দুই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস একই ওভারে ফিফটি স্পর্শ করেন।
২২তম ওভারে নিকোলসকে (৬৯ বলে ৬২) ফিরিয়ে প্রতিপক্ষের জুটিতে ফাটল ধরান হার্শিত রানা। পরের ওভারে এসে তিনি ফেরান ৬৭ বলে ৫৬ রান করা কনওয়েকে। এরপর বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মিচেল হে, মাইকেল ব্রেসওয়েলরা পারেননি দলকে টানতে। এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান মিচেল। ৫১ বলে ফিফটিতে পা রাখেন তিনি।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৮তম ওভারে বিদায় নেন মিচেল। আউট হন ৭১ বলে ৮৪ করে। শেষ দিকে ১৭ বলে অপরাজিত ২৪ রান করেন অভিষিক্ত ক্রিস্টিয়ান ক্লার্ক। তাতে ঠিক ৩০০ রান করতে পারে সফরকারীরা।



