বাংলাদেশকে ২২৮ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে যদিও টেনে ধরে রানের লাগাম, তবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৭ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেতে তাই ২২৮ করতে হবে বাংলাদেশকে।

নয়া দিগন্ত অনলাইন
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ |সংগৃহীত

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, ১১ ওভারে মাত্র ৩৮ রানেই ৩ উইকেট তুলে নেন কিউইদের। তবে এরপর খেই হারাই টাইগ্রেসরা। ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড।

শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে যদিও টেনে ধরে রানের লাগাম, তবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৭ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেতে তাই ২২৮ করতে হবে বাংলাদেশকে।

নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গুয়াহাটিতে শুক্রবার টসে হেরে আগে বোলিংয়ে আসে বাংলাদেশ। বিনা উইকেটে ৩৫ রান থেকে ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারায় কিইউরা, সুজি বেটস রান আউট হন ৩৩ বলে ২৯ করে।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১২ রান যোগ করেন সুফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। ১৫০ রানের মাথায় ১০৪ বলে ৬৯ রান করা হ্যালিডেকে থামান ফাহিমা খাতুন।

৮৫ বলে ৬৩ রান করেন ডিভাইনকে ৪৩.৪ ওভারে ১৭৯ রানে থামান নিশিতা আক্তার। এরপর ফের ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ ২৭ রান তুলতে আরো ৪ উইকেট তুলে নেন বোলাররা। মেডি গ্রিনের ২৫ কেবল বলার মতো স্কোর।

ইংলিশদের নয়টি উইকেট শিকারের পথে রাবেয়া খান তিনটি ও একটি করে উইকেট নেন নাহিদা, মারুফা, নিশিতা নিশি ও ফাহিমা খাতুন।