প্রায় দশ মাস পর দলে ফিরেই ইতিহাস গড়লেন বাবর আজম। দখলে নিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসন। রোহিত শর্মাকে ছাপিয়ে তিনিই এখন ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা।
সুযোগ ছিল প্রথম ম্যাচেই, রোহিত শর্মাকে পেছনে ফেলতে করতে হতো ৯ রান। তবে ‘ডাক’ মেরে ফেরায় অপেক্ষা বাড়ে। কিন্তু এবার আর হাতছাড়া করলেন না সুযোগ, দ্বিতীয় ম্যাচেই গড়লেন এই রেকর্ড।
বাবরের রেকর্ডের দিনে বড় জয় পেয়েছে পাকিস্তান। লাহোরের শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে স্বাগতিকরা। তাতে সিরিজে ফিরেছে ১-১ সমতা।
ম্যাচটি ছিল স্বাগতিকদের জন্য বাঁচা-মরার লড়াই। সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তান। ফলে ছিল সিরিজ খোয়ানোর শঙ্কা। এমন ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১১০ রানে আটকে দেয় স্বাগতিকেরা।
সফরকারীদের হয়ে সর্বোচ্চ রান আসে ব্রেভিসের ব্যাট থেকে। ১৬ বলে ২৫ রান করেন তিনি। সাত জনই দুই অঙ্কে যেতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহিম আশরাফ, ৩ উইকেট নেন সালমান মির্জা।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সাইম ও সাহিবজাদা ফারহান। ফারহান ২৮ রানে ফিরলেও বাবরকে নিয়ে বাকি কাজটা শেষ করেন সাইম। তিনি অপরাজিত থাকেন ৩৮ বলে ৭১ রান করে।
তিনে নামা বাবর অপরাজিত থাকেন ১৮ বলে ১১ রান করে। তবে ৯ রানে পৌঁছাতেই বনে যান টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান এখন ১২৩ ইনিংসে ৪২৩৪।
১৫১ ইনিংসে ৪২৩১ রান নিয়ে দ্বিতীয় স্থানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া রোহিত শর্মা। তালিকায় ৩ নম্বরে আছেন বিরাট কোহলি (১২৫ ইনিংসে ৪১৮৮)। বাকিদের কেউ চার হাজার রান করতে পারেননি।
তালিকার পরের নামটা জস বাটলারের। ইংলিশ এই তারকা ১৪৪ ইনিংসে করেছেন ৩৮৬৯ রান। শীর্ষ পাঁচের সর্বশেষ ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৫৩ ম্যাচে ৩৭১০ রান রয়েছে তার নামের পাশে।
 


