পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সূচির সাথে মিলে যাওয়ার কারণে আগামী বছর দুই ভাগে বাংলাদেশ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ কথা জানিয়েছেন।
মিরপুরে সাংবাদিকদের ফাহিম বলেন, ‘পিএসএলের কারণে, আগামী বছর পাকিস্তানের বিপক্ষে আমাদের হোম সিরিজের সূচিতে পরিবর্তন করতে হচ্ছে। যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ, তাই এটি দুই ভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মার্চের মাঝামাঝি বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তাই কোন ফরম্যাটে আগে খেলা উচিত তা নিয়ে আলোচনা করছে বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ৮ মার্চ থেকে শুরু হওয়ার কারণে সফরে সাদা বলের খেলা প্রথম পর্বে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
পিএসএলের পরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে পারে।
২০২৬ সালের ফেব্রুয়ারি এবং মার্চে ভারত-শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানান ফাহিম। মূল লড়াইয়ে নামার আগে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বিশ্বকাপের জন্য ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
সূত্র : বাসস



