এশিয়া কাপে হঠাৎ সুযোগ পেয়ে বাজিমাত করেন সাইফ হাসান। দারুণ ব্যাটিংয়ে নজর কাড়েন সবার। নজর কাড়েন আবুধাবি টি-টেন লিগের দল অ্যাসপিন স্ট্যালিয়ন্সেরও। সুবাদে আসন্ন মৌসুমে ফ্রাঞ্চাইজিটিতে ডাক মিলেছে তার।
শনিবার (১৮ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফট থেকে সাইফের সাথে দল পেয়েছেন পেসার নাহিদ রানাও। গতি দিয়ে ব্যাটারদের নাজেহাল করে ছাড়া এই বাংলাদেশী পেসার খেলবেন ভিস্তা রাইডার্সের হয়ে। সি ক্যাটাগরি থেকে দলে টেনেছে দলটি।
আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে আবু ধাবি টি-টেন লিগের পরবর্তী আসর। আট দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৩০ নভেম্বর। তার আগে আজ অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট।
অবশ্য ড্রাফটের কয়েক দিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। আগামী আসরে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। গত দুই মৌসুমে তিনি বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন।