বেঞ্চ পরীক্ষা করতে পারে বাংলাদেশ, বিশ্রামে থাকবেন অধিনায়ক!

স্বাগতিকরা এই ম্যাচকে বেছে নিতে পারে বেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্য। পাকিস্তানের বিপক্ষে গত সিরিজেও এই ধারার দেখা মেলে। সেবার সিরিজ জয়ের পর তারা শেষ ম্যাচে একাদশে আনেন পাঁচ পরিবর্তন।

নয়া দিগন্ত অনলাইন
সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা
সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা |ইন্টারনেট

ইতোমধ্যেই সিরিজ জিতে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচটি কেবল নিয়ম রক্ষার। ফলে এশিয়া কাপের আগে এটাই শেষ সুযোগ নিজেদের গুছিয়ে নেয়ার।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বুধবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে দু’দল।

স্বাগতিকরা এই ম্যাচকে বেছে নিতে পারে বেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্য। পাকিস্তানের বিপক্ষে গত সিরিজেও এই ধারার দেখা মেলে। সেবার সিরিজ জয়ের পর তারা শেষ ম্যাচে একাদশে আনেন পাঁচ পরিবর্তন।

শেষ পর্যন্ত বাংলাদেশ ওই ম্যাচ হারলেও পজিটিভ মনোভাব স্পষ্ট হয়ে উঠে। আজো একই দৃশ্যপট, আজো কী একই পথে হাঁটবেন লিটন-সিমন্স! যুক্তি বলে হাঁটার কথা। টাইগাররা প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না।

যদি তাই হয় তবে শেষ ম্যাচে নুরুল হাসান সোহান ও সাইফুদ্দিনকে দেখা যেতে পারে একাদশে। ফেরানো হতে পারে রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকেও। ফিরতে পারেন শামিম পাপাটোয়ারী।

রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম প্রথম ম্যাচে সুযোগ পেলেও তেমন কিছু করতে পারেননি। তাসকিন আহমেদ ও শেখ মেহেদীকে বিশ্রাম দেয়া হতে পারে।

গুঞ্জন আছে অধিনায়ক লিটন দাসকেও বিশ্রাম দেয়ার। তেমনটা হলে একাদশে ফেরা নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি, শামিম পাটোয়ারী, সাইফুদ্দিন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।