পায়ের ইনজুরিতে মাঠের বাইরে গিল

ম্যাচ শুরুর আগে এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ১৬ ডিসেম্বর লক্ষ্মৌতে নেটে অনুশীলনকালে সময় ডান পায়ে আঘাত পান গিল।

নয়া দিগন্ত অনলাইন
শুভমান গিল
শুভমান গিল |সংগৃহীত

পায়ের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না ভারতের সহ-অধিনায়ক শুভমান গিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি।

ম্যাচ শুরুর আগে এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ১৬ ডিসেম্বর লক্ষ্মৌতে নেটে অনুশীলনকালে সময় ডান পায়ে আঘাত পান গিল।

বিশেষজ্ঞের পরামর্শ এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। আজ আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না গিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলেছেন গিল। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ৪ রান করলেও, পরের ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি এই ডান-হাতি ব্যাটার। তৃতীয় ম্যাচে ২৮ রানের ইনিংস খেলেন গিল। কুয়াশার কারণে চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হয়।

গিলের পরিবর্তে সিরিজের শেষ ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন।

প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। বাসস