বিসিবির উদ্যোগে আসছে নতুন টুর্নামেন্ট

বিসিবির উদ্যোগে নতুন সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ শুরু হচ্ছে, যেখানে ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ লিগে অংশ না নেয়া আট দল অংশ নেবে।

নয়া দিগন্ত অনলাইন
সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি
সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি |সংগৃহীত

ক্রিকেটারদের খেলাধুলায় ব্যস্ত রাখতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে তারা।

আট দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে আট দল অংশ নেয়নি, তাদের নিয়েই হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি, ফরম্যাট সব জানায় বিসিবি। ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে হবে খেলা।

প্রতি দল একবার করে মুখোমুখি হবে। কোনো সেমিফাইনাল হবে না। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দু’দলের মধ্যে ফাইনালের মাধ্যমে নিষ্পত্তি হবে শিরোপার।

জানা গেছে, সিসিডিএম চ্যালেঞ্জ কাপের প্রতি দলে থাকবে ১৫ ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই ক্রিকেটার। একজন করে ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয় থাকবেন।

পিকেএসপির ১ ও ২ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিটের ক্রিকেটার্স অ্যাকাডেমি গ্রাউন্ড, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ- এই ছয় ভেন্যুতে হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।

‘এ‍+’, ‘এ’, ‘বি’, ‘সি’- এই চার গ্রেডে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে। সিসিডিএম নির্ধারিত বয়সভিত্তিক কমিটির নির্বাচকেরা ক্রিকেটারদের গ্রেডিং ঠিক করেছেন।

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ করা আট দল হলো- দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।