টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কার সাথে

আসরের প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয়টি হবে কলম্বোতে। পাকিস্তান যদি ফাইনালে উঠতে পারে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচও হবে কলম্বোতে। অন্যথায় ফাইনাল হবে আহমেদাবাদে।

নয়া দিগন্ত অনলাইন

আইসিসির ঘোষণার আগেই প্রকাশ পেয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের বণ্টন। সেই তালিকায় বদল আসেনি, আনুষ্ঠানিক ঘোষণাতেও বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আড়াই মাস আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০ দলের বিশ্বকাপের। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল পেরিয়ে ৮ মার্চ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। একই দিনে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। উদ্বোধনী দিনে মাঠে নামবে সি গ্রুপে থাকা বাংলাদেশও।

৭ ফেব্রুয়ারি টাইগাররা আসরে প্রথম ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। যেখানে লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টাইগারদের পরের দুই ম্যাচেও কলকাতায়। ৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর লম্বা বিরতি।

৫ দিন বিরতির পর ফের মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এই ম্যাচও গড়াবে দুপুর ৩টায়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ গড়াবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

আসরের প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয়টি হবে কলম্বোতে। পাকিস্তান যদি ফাইনালে উঠতে পারে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচও হবে কলম্বোতে। অন্যথায় ফাইনাল হবে আহমেদাবাদে।

ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের সাথে আছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। পাকিস্তান ও ভারতের মধ্যকার সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি গড়াবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে থাকা দলগুলোর তালিকা-
গ্রুপ ‘এ’— ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান

গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি

গ্রুপ ‘ডি’— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
৭ ফেব্রুয়ারি— ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা

৯ ফেব্রুয়ারি— ইতালি, কলকাতা

১৪ ফেব্রুয়ারি— ইংল্যান্ড, কলতাতা

১৭ ফেব্রুয়ারি— নেপাল, মুম্বাই