অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের

ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান ওকস। এরপর আর বোলিং-ফিল্ডিং করতে পারেননি তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ওকস
ওকস |সংগৃহীত

কিছুদিন আগে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে বাঁ-কাঁধের ইনজুরিতে পড়েছিলেন ইংল্যান্ড পেসার ক্রিস। ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরে যায় তার। এরপর চিকিৎসকরা জানিয়েছিলেন, অস্ত্রোপচার লাগতে পারে তার। কিন্তু নিজের ইনজুরি নিয়ে সুখবর দিলেন ওকস। তিনি জানান, তার কাঁধে অস্ত্রোপচার করতে হবে না।

ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান ওকস। এরপর আর বোলিং-ফিল্ডিং করতে পারেননি তিনি। তবে টেস্টের শেষ দিন এক হাতে ব্যাট করতে নামেন ওকস।

পরবর্তী সময়ে চিকিৎসকরা জানান, কাঁধের হাড় সরে গেছে। অস্ত্রোপচার করাতে হতে পারে তার। অস্ত্রোপচারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। এতে অ্যাশেজের চার মাস আগে ওকসকে নিয়ে চিন্তায় পড়ে যায় ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

তবে সম্প্রতি স্কাই স্পোর্টসকে নিজের ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে সুখবর দিয়েছেন ওকস। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই ভালো খবর আছে। স্লিং ছাড়া হাঁটা-চলা করতে সমস্যা হচ্ছে না। হাতের নড়াচড়া ভালো হচ্ছে। আশা করছি দু’ সপ্তাহের মধ্যে আরো উন্নতি হবে।’

ওকস বলেন, ‘এখনো অনেক কাজ বাকি আছে। ভালোভাবে রিহ্যাব করছি ও শক্তিশালী হওয়ার চেষ্টা করছি। অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আশা করছি দ্রুত সুস্থ হতে পারব। তবে ম্যাচ ফিটনেসের হওয়ার জন্য আরো পরিশ্রম করতে হবে।’

আগামী ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে অ্যাশেজ সিরিজ। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে স্বাগতিক ইংল্যান্ড। বাসস