বিপিএলে দল নিতে পারে ময়মনসিংহ ও নোয়াখালী!

নোয়াখালী ও ময়মনসিংহের নামে কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে ও শর্ত পূরণ করতে পারলে প্রথমবারের মতো নোয়াখালী কিংবা ময়মনসিংহ দল দেখা যেতে পারে এবারের বিপিএলে।

নয়া দিগন্ত অনলাইন
বিপিএল
বিপিএল |সংগৃহীত

বিপিএলে দল নেয়ার অনেক দিনের ইচ্ছে ময়মনসিংহ ও নোয়াখালীর। দেখতে দেখতে এগারোটা আসর পেরিয়ে গেলেও সেই স্বাদ মেটেনি। তবে এবার ঘুচতে পারে সেই আক্ষেপ। সেই সুযোগ করে দিয়েছে ক্রিকেট বোর্ড।

দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নানা গুঞ্জন থাকলেও আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে প্রস্তুত বিসিবি।

তবে এবারের বিপিএলে আসছে আমূল পরিবর্তন। কমে যাবে অংশগ্রহণকারী দলের সংখ্যাও। সুযোগ আছে নতুন ফ্রাঞ্চাইজি আসারও। আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে তিন বছরের চুক্তি শেষ হয়ে গত আসরেই।

তাই আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। যেখানে আছে নোয়াখালী ও ময়মনসিংহের নামও। তবে দল নিতে হলে আছে কিছু শর্তও।

নোয়াখালী ও ময়মনসিংহের নামে কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে ও শর্ত পূরণ করতে পারলে প্রথমবারের মতো নোয়াখালী কিংবা ময়মনসিংহ দল দেখা যেতে পারে এবারের বিপিএলে।

সেই লক্ষ্যে শনিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের কাছ থেকেবিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহ্বান করেছে বিসিবি।

পত্র-পত্রিকায় বিজ্ঞাপনও যাবে রোববার। যার মাধ্যমে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ বিপিএলের ১২ থেকে ১৬ আসর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পাবেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৫ আসরের জন্য সম্ভাব্য ১০টি অঞ্চলের রূপরেখা জানিয়েছে বিসিবি। যেখানে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ‍খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেটের নামে ফ্র্যাঞ্চাইজি চাওয়া হয়েছে। যেখানে প্রথমবার যুক্ত হয়েছে নোয়াখালী ও ময়মনসিংহ।

বাকি আটটি অঞ্চলের সবগুলো বিপিএলে অন্তত একবার অংশগ্রহণ করেছে। তবে নাম আসাতেই চূড়ান্ত নয়, আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ভাবমূর্তি ও টুর্নামেন্টের দীর্ঘমেয়াদী ভাবনার সাথে সামঞ্জস্যের ভিত্তিতে মালিকানা চূড়ান্ত করবে তারা।

উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের কোনো সিরিজ নেই। স্বাভাবিকভাবেই ওই সময়ে বিপিএলে আয়োজন করতে চায় বিসিবি।