দুই ওপেনারকে ফিরিয়ে স্বস্তিতে বাংলাদেশ

সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শনিবার দুবাইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ম্যাচে ফিরল বাংলাদেশ। ফিরেছেন ভয়ের কারণ হয়ে উঠা দুই লঙ্কান ওপেনার। তাসকিন আহমেদের পর আঘাত এনেছেন শেখ মেহেদী। স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।

এর আগে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেন পাথুম নিশানকা ও কুশল মেন্ডিস।

পঞ্চম ওভারের শেষ বলে ভাঙে জুটি, ততক্ষণে স্কোরবোর্ডে আসে ৪৪ রান। ১৫ বলে ২২ রান করা পাথুম নিশানকাকে ফিরিয়ে প্রথম উপলক্ষ এনে দেন তাসকিন আহমেদ।

এরপর আঘাত করেন শেখ মেহেদী। ৭.৪ ওভারে দলীয় ৫৮ রানের মাথায় ২৫ বলে ৩৪ করে ফেরেন কুশল মেন্ডিস। থিতু হয়ে যাওয়া দু’ ওপেনার ফেরায় খানিকটা নির্ভার বাংলাদেশ।

এই মুহূর্তে দলের রান ৮ ওভার শেষে ২ উইকেটে ৬০।

উল্লেখ্য, সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শনিবার দুবাইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা।