চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়েই এশিয়া কাপে এসেছিল বাংলাদেশ। সেই স্বপ্ন এখন অনেকটাই ফিঁকে হয়ে গেছে। তবে শেষ একটা সুযোগ পাচ্ছে লিটনরা। ‘ডু অর ডাই’ ম্যাচে আজ খেলছেন আফগানিস্তানের বিপক্ষে।
বাঁচা-মরার লড়াইয়ে আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।
প্রথম ম্যাচে জয়, আশা বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার সাথে হেরে দল এখন খাদের কিনারে। পা ফসকালেই বিপদ, ডু অর ডাই! আর হারানোর ভয় নেই, ঝাঁপিয়ে পড়তে হবে সর্বোচ্চটা দিয়েই।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে বদল আসবে জানাই ছিল। হলোও তাই। আগের ম্যাচে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। বাকি পরিবর্তনগুলো চমকপ্রদ।
এশিয়া কাপে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। তা ছাড়া নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদও ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন তানজিম সাকিব, পারভেজ ইমন, শেখ মেহেদী ও শরিফুল ইসলাম
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (উইকেটকিপার/ক্যাপ্টেন), তৌহিদ হৃদয়, মাহেদি হাসান, নুরুল হাসান, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ : সাদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, কারিম জানাত, রশিদ খান (ক্যাপ্টেন), নূর আহমদ, এ. এম. গাজানফর এবং ফজলহক ফারুকি।