এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান

হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নয়া দিগন্ত অনলাইন
হাসান আহমেদ
হাসান আহমেদ |সংগৃহীত

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের প্রথম রাউন্ডে তৃতীয় দিনের খেলার চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে মারা গেছেন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ।

এক দশকেরও বেশি সময় ধরে এনসিএলে বরিশালের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী হাসান। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমসে (বিআরসিটি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেইসাথে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘আগামীকাল চলমান এনসিএল ম্যাচের চতুর্থ দিনের খেলায় হাসানের প্রতি সম্মান প্রদর্শন করবে দলগুলো।’

সূত্র : বাসস