টি-টোয়েন্টিতে স্লগ ওভারের রাজা মোস্তাফিজ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজের চেয়ে বেশি কার্যকরী নয় আর কোনো বোলার। ইনিংসের শেষ সময়ে সর্বোচ্চ ডট বল তার।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |ইন্টারনেট

শুরুর ভয়ঙ্কর রূপটা ধরে রাখতে পারেননি মোস্তাফিজুর রহমান। সেই পিলে চমকানো কাটায় আর রহস্যময় ইয়র্কার এখন আর নেই। তবুও একটা জায়গায় নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি।

স্লগ ওভারের ‘রাজা’ বলা যায় মোস্তাফিজুর রহমানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার চেয়ে বেশি কার্যকরী নয় আর কোনো বোলার। ইনিংসের শেষ সময়ে সর্বোচ্চ ডট বল তার।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার নেদারল্যান্ডসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। যেখানে স্লগ ওভারে বল করতে ২ ওভারে ৬টি ডটবল করেছেন মোস্তাফিজ।

১৭ তম ওভারে বল করতে এসে টানা ৪টি ডটবল করেন মোস্তাফিজ, ১৯ তম ওভারে করেন আরো দুটো ডটবল। সব মিলিয়ে টোয়েন্টি ক্রিকেটে স্লগ ওভারে মোস্তাফিজের মোট ডটবল ৩২৩টি।

মোস্তাফিজ ছাড়া ৩০০ ডট বল নেই আর কারো। দ্বিতীয় সর্বাধিক ২৪১টি ডটবল করেছেন ক্রিস জর্ডান। এছাড়া টিম সাউদি ২৪০টি, হারিস রউফ ২৩৭টি ও জাসপ্রিত বুমরাহ করেছেন ২০৮টি ডটবল।

পরিসংখ্যান বলছে স্লগ ওভারে মোস্তাফিজ তার মোট ডেলিভারির ৪২.৩৩% ডটবল করেছেন। যা যেকোনো বোলারের চেয়ে বেশি! মুস্তাফিজের পরেই ৪২.০২% ডটবল করেছেন জাসপ্রিত বুমরাহ।

তবে স্লগ ওভারে বোলিং ইকোনমি রেটে মোস্তাফিজের তুলনায় এগিয়ে আছেন বুমরাহ। ভারতীয় এই বোলার স্লগ ওভারে ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮২ যেখানে মুস্তাফিজ দিয়েছেন ৭.৯৫ রান করে।

স্লগ ওভারে সর্বাধিক সংখ্যক ৬৬টি উইকেটও নিয়েছেন মোস্তাফিজ। দ্বিতীয় সর্বাধিক ৬৫ উইকেট নিয়েছেন টিম সাউদি। তবে সাউদির চেয়ে ৯ ইনিংস কম খেলেছেন মোস্তাফিজ।