আসন্ন পিএসএলে ক্রিকেটারদের ক্যাটাগরি ঘোষণা করল পিসিবি

পিএসএলের প্রথম ও ঐতিহাসিক নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় বিদেশী খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের সময় আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য ক্রিকেটারদের ক্যাটাগরি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার (২৮ জানুয়ারি) ডেইলি জংগ জানিয়েছে, ৮৯ জন দেশী খেলোয়াড়কে মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

প্ল্যাটিনাম ক্যাটাগরিতে মোট ১৬ জন খেলোয়াড় রয়েছেন। সালমান আলি আগা, হাসান আলি, মোহাম্মদ নাওয়াজ ও আবরার আহমাদকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

আর সাহিবজাদা ফারহানকে গোল্ড থেকে প্ল্যাটিনামে উঠিয়ে আনা হয়েছে। তা ছাড়া বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ফাখার জামান, সাইম আইয়ুব, নাসিম শাহ, হারিস রউফ ও শাদাব খান প্ল্যাটিনাম ক্যাটাগরিতেই স্থির রয়েছেন।

১১ জন খেলোয়াড়কে রাখা হয়েছে ডায়মন্ড ক্যাটাগরিতে। গোল্ড থেকে ডায়মন্ডে উন্নীত হওয়া খেলোয়াড়রা হলেন- মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।

আর গোল্ড ক্যাটাগরির খোলায়াড় সংখ্যা ৩২ জন। পাশাপাশি সিলভার ও ইমার্জিং বিভাগে ৩০ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রেখে দিতে পারবেন, তবে প্রতিজনই ভিন্ন ক্যাটাগরির হতে হবে।

পিএসএলের প্রথম ও ঐতিহাসিক নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় বিদেশী খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের সময় আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।