আইপিএলে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতে কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আর এই সিদ্ধান্তের সমর্থন করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি।
সোমবার (৫ জানুয়ারি) এআরওয়াই (উর্দু) নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, ভারতের পক্ষে আইসিসির পক্ষপাতিত্ব স্পষ্টভাবে দৃশ্যমান। অথচ এটা কিন্তু কোনো রাষ্ট্রের একক মালিকানাধীন সংস্থা নয়; বরং সদস্যভুক্ত সবগুলো দেশের জন্যই এটিকে গঠন করা হয়েছে।
আফ্রিদি বলেন, ‘আইসিসি’ মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়; বরং এর অর্থ- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক ও যথোপযুক্ত। এখন আইসিসির কর্তব্য হলো- বাংলাদেশের জন্য নিরপেক্ষ ভেন্যু ঠিক করে দেয়া।
বুমবুম খ্যাত সাবেক এই হার্ডহিটার ব্যাটার বলেন, ক্রিকেটাররা সবসময় পরস্পরের সাথে খেলতে ভালোবাসে এবং সকলেই চায়- তাদের দেশে ক্রিকেটের প্রসার ঘটুক।
সাবেক এই লেগস্পিনার বলেন, আইসিসি চেয়ারম্যান জয় শাহও ক্রিকেটের প্রসার চান, কিন্তু ভারতের পক্ষ থেকে যথোপযুক্ত সমর্থন না পাওয়ার কারণে তার কাজ কঠিন হয়ে যায়। আর বর্তমান ইস্যুতে আইসিসির স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে।



