এশিয়া কাপে বাংলাদেশের কোনো সহ-অধিনায়ক নেই। ঘোষণা করা হয়নি কারো নাম। তবে অনানুষ্ঠানিকভাবে নাকি এই দায়িত্ব দেয়া ছিল জাকের আলির উপর! দেশে থাকতেই নাকি বলা হয়েছিল এমনটা।
নিয়মিত অধিনায়ককে ছাড়াই ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন জাকের আলি। তবে নেতৃত্বের শুরুটা ভালো হয়নি জাকেরের।
ভারতের কাছে বাংলাদেশ হেরে যায় ৪১ রানে। ভারতের দেয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১২৭ রানে থামে টাইগারদের ইনিংস। এদিকে নেতৃত্ব পেয়ে জাকের আলিও তেমন কিছু করতে পারেননি।
তবে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করাটা যে আচমকা নয়, নেতৃত্ব দিতে হতে পারার বিষয়টি নাকি জাকের এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে থেকেই জানতেন। ম্যাচ শেষে এমনটাই জানান তিনি নিজেই।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘লিটনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার প্ল্যানই ছিল। যদি এমন কিছু হয়, আমাকে দেশে থেকেই বলা ছিল যদি দরকার হয় তুমি দায়িত্বে থাকবে।’
তিনি বলেন, ‘এটা আমাকে অনেক আগে থেকেই বলা ছিল, হয়তো মিডিয়াতে বলা হয়নি, কিন্তু আমি জানতাম আগে থেকেই।’
এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে বিরতি ছাড়াই আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফের মাঠে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে লিটন ফিরবেন কিনা তা নিয়ে আছে সংশয়। তবে জাকের জানান, ‘উনি (লিটন) রিকভারিতে আছেন। ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করব। আর একাদশে বাকি ৩ পরিবর্তন কম্বিনেশন, রেস্ট মিক্স করেই করা হয়েছে। দলের জন্য যা ভালো তা চিন্তা করে।’