পঞ্চম উইকেট এনে দিলেন মোস্তাফিজ

৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। ষষ্ঠ উইকেটটাও চলে আসতো পারতো, তবে ঝাঁপিয়ে পড়েও শাহিন আফ্রিদির ক্যাচটা নিতে পারেননি নুরুল হাসান সোহান।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানি অধিনায়ককে আউট করেন মোস্তাফিজ
পাকিস্তানি অধিনায়ককে আউট করেন মোস্তাফিজ |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

চা বিরতির পরপরই পঞ্চম উইকেটের দেখা পেয়ে গেল বাংলাদেশ। এবার উইকেট এনে দিলেন মোস্তাফিজুর রহমান। পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ফিরিয়েছেন তিনি। সালমান ফেরেন ২৩ বলে ১৯ করে।

৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। ষষ্ঠ উইকেটটাও চলে আসতো পারতো, তবে ঝাঁপিয়ে পড়েও শাহিন আফ্রিদির ক্যাচটা নিতে পারেননি নুরুল হাসান সোহান। ১২ ওভার শেষে সংগ্রহ ৫৫/৫।

ফাইনালে উঠার লড়াইয়ে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলছে তারা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক জাকের আলির।

এই ম্যাচেও একাদশে নেই লিটন দাস। নিয়মিত অধিনায়ককে ছাড়া জাকের আলিই এসেছেন টস করতে। তবে একাদশে এসেছে ৩ পরিবর্তন। বাদ পড়েছেন তানজিদ তামিম।

আরো নেই নাসুম আহমেদ ও সাইফুদ্দিন। তাদের বদলে একাদশে এসেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী।

অধিনায়ক জাকের প্রথম ওভারেই বল তুলে দেন তাসকিনের হাতে। গত ম্যাচে একাদশে না থাকা এই পেসার চতুর্থ বলেই পেয়েছেন উইকেটের দেখা। মাত্র ৪ রানে ভেঙেছে পাকিস্তানের উদ্বোধনী জুটি।

তাসকিন ফেরান সাহিবজাদা ফারহানকে। ৪ বলে ৪ রান করে আউট হন তিনি। পরের ওভারে আঘাত আনেন শেখ মেহেদী। তিনিও ভারতের বিপক্ষে ছিলেন না দলে। তার শিকার সাইম আইয়ুব (০)।

৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। পরে আঘাত করেন রিশাদ হোসেন। জোড়া শিকার তার। প্রথমে ফখর জামানকে ফেরানোর পর হোসাইন তালাতকে ফিরিয়েছেন তিনি। যা ভেঙে দেয় ইনিংসের মেরুদণ্ড।

ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফখর জামানকে থামান রিশাদ। ৬.৩ ওভারে তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে শেষ হয়েছে তার ২০ বলে ১৩ রানের ইনিংস। সেই ওভারে দেন মাত্র ২ রান।

পরের ওভারের প্রথম বলে এসেই ফেরান হোসাইন তালাতকে। পাকিস্তানের আগের ম্যাচের জয়ের নায়ক ফেরেন ৭ বলে মাত্র ৩ করে। দারুণ ক্যাচ নেন সাইফ হাসান। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩৭/৪।

এরপর সালমান আগা ও মোহাম্মদ হারিস হাল ধরার চেষ্টা করেন। তবে সালমানকে ফিরিয়ে সেই চেষ্টা ব্যর্থ করেন মোস্তাফিজ।