বিপিএলে আর দেখা যাবে না শাকিব খানকে

দেশের ক্রিকেটের সেরা এই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান।

নয়া দিগন্ত অনলাইন
গত বছর বিপিএলের আকর্ষণীয় দিক ছিল শাকিব খানের উপস্থিতি
গত বছর বিপিএলের আকর্ষণীয় দিক ছিল শাকিব খানের উপস্থিতি |সংগৃহীত

এক মৌসুমেই শেষ শাকিব খানের দৌড়! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর দেখা যাবে না ঢাকাই সিনেমার এই মেগাস্টারকে। দেশের ক্রিকেটের সেরা এই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাকিব।

গত বছর বিপিএলের আকর্ষণীয় দিক ছিল শাকিব খানের উপস্থিতি। ঢাকা ক্যাপিটালসের হয়ে বেশ কয়েকবার মাঠে আসেন এই অভিনেতা।

তখন ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে দাবি করা হয়, শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। আদতে সেটি শাকিব খানের দল ছিল না। বরং বলা যায় দলটার ব্রান্ড আম্বাসেডর ছিলেন তিনি।

মূলত শাকিব যে প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ছিলেন সেই প্রতিষ্ঠানই দলটা কিনেছিল। কিন্তু এবার প্রতিষ্ঠানের সাথে শাকিব খান নেই। ফলে বিপিএলে শাকিবের দেখাও আর মিলবে না।

শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান থেকে সরে এসেছেন। তাই তাদের কোনো কার্যক্রমের সাথে শাকিব খান আর যুক্ত নেই।

এদিকে, বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় নাম এসেছে ঢাকা ক্যাপিটালসের। যদিও দলটি বলছে, এমন কিছুর সাথে তারা জড়িত নয়। তবে তদন্ত কমিটির রিপোর্টে আছে তাদের নিয়ে অভিযোগ।

অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।