এশিয়া কাপের সুপার ফোরে আগামী রোবববার ফের ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ওই ম্যাচে দু’দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত জানালো আইসিসি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তর সাথে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি। সেখানে সিদ্ধান্ত হয়েছে আসন্ন ম্যাচে দু’দলের ক্রিকেটাররা করমর্দন করবেন না।
সংবাদমাধ্যমটি জানায়, এরই মধ্যে এই সিদ্ধান্তটি পাকিস্তানের অধিনায়ক সালমন আলি আগা ও কোচ মাইক হেসনকে জানিয়ে দিয়েছেন মহসিন নাকভি। সুতরাং রোববারও দু’দলের ক্রিকেটারদের করমর্দন করতে দেখা যাবে না।