ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্মৌ সুপার জায়ান্টাসের কোচিং স্টাফ প্যানেল যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
২০২৬ সালের আইপিএলে লক্ষ্মৌর ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে নিয়োগ পেয়েছেন উইলিয়ামসন।
গতকাল সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মৌ ফ্র্যাঞ্চাইজি। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী উইলিয়ামসন বলেন, ‘লক্ষ্মৌ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। তাদের অসাধারণ প্রতিভাবান দল ও দুর্দান্ত সব কোচ আছে। যাদের সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। সেরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আইপিএলে অংশ নেওয়া সবসময়ই বিশেষ কিছু।’
উইলিয়ামসনের পাশাপাশি স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার কার্ল ক্রো। এর আগে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন ক্রো।
লক্ষ্মৌর প্রধান কোচ হিসেবে আছেন জাস্টিন ল্যাঙ্গার। এছাড়াও পেস বোলিং কোচ হলেন ভরত অরুণ।
২০২২ ও ২০২৩ সালের আসরে চতুর্থ হলেও শেষ দুই প্রতিযোগিতায় সপ্তম হয় লক্ষ্মৌ।
বেছে বেছে সিরিজ খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে অনেক আগেই নিজের নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন। দেশের হয়ে গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ খেলেছেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন উইলিয়ামসন। বাসস