পিছিয়ে থেকেই মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ। পুরো ২৬ ওভার বল করে ১টির বেশি উইকেট নিতে পারেনি টাইগাররা। নাহিদ রানা-তাইজুলদের হতাশ করে ৯৪ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে আয়ারল্যান্ড।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার সাড়ে ৯টায় শুরু হয় খেলা। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত আইরিশদের।
বল হাতে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। প্রথম ওভারে কোনো রান যোগ হওয়ার আগেই ভাঙে আইরিশদের উদ্বোধনী জুটি। অধিনায়ক এন্ড্রু বালবির্নিকে এলবিডব্লু করেন হাসান মাহমুদ।
সেই শেষ, এরপর ২৫ ওভারে টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষাই নিয়েছেন পল স্টার্লিং-ক্যাড কারমিচেলরা। হাফ সেঞ্চুরি তুল্র পল স্টার্লিং ৫৮ রানে প্রথম সেশন শেষ করেন তিনি, কারমিচেল আছেন ৭৭ বলে ৩০ রান নিয়ে।
এই সেশনে তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। ৮ ও ১০ রানে দু’বার জীবন পান স্টার্লিং। অন্যদিকে কারমিচেলের ক্যাচ মিস করেন তাইজুল।



